ঝিনাইদহে প্রাচীন তামার মূদ্রাসহ আটক দুই
#মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে পুরানো আমলের তামার মূদ্রাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি অভিযানিক দল।
সোমবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে পূরানো দুইটা তামার মূদ্রাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো-রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার মদাপুর গ্রামের মৃত আবুল সর্দারের ছেলে জামাল সর্দার (৪৫) ও কুষ্টিয়া জেলার সদর থানার পৌর হাউজিং এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে আরজু রহমান (৩৭)। তারা বিভিন্ন সময় তামা মুদ্রা দুটিতে ম্যাগনিটিক ক্ষমতা আছে বলে বিভিন্ন জনের নিকট থেকে প্রতারনার মাধ্যমে অনেক টাকা-পয়সা নেওয়ার অভিযাগ আছে বলে জানা যায়।
পরবর্তিতে ২টি তামার মূদ্রাসহ গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ড বিধি আইনের ৪১৭ ধারার মামলা করা হয়।