ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম, নূুর হোসেন নির্ঝর এ দন্ডাদেশ প্রদাণ করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের ব্যাপারী পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রাশিদুল ইসলাম মাদক বেচা-কেনা করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ রাশিদুল ইসলামকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ,কে,এম, নূুর হোসেন নির্ঝর মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।