ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা।
এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, সিও সংস্থার সহকারি নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেনসহ বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা, সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেকে একটি গাছ লাগনোর আহŸান জানান।
জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। মেলায় ৫০ টি স্টল ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী গাছ প্রদর্শণ করা হবে।