তানিয়াকে সবচেয়ে সেরা স্থানে দেখতে চাই–মেহেদী মাসুদ

#ঝিনাইদহের চোখঃ
মেহেদী মাসুদ। বেসরকারী প্রতিষ্ঠান এ্যালাইভ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ঝিনাইদহ শহরের আরাপপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি।
মেহেদী মাসুদ জানান, তানিয়া সুলতানাকে গত ৫ বছর ধরে প্রতি মাসে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। তানিয়া মেধাবী ছাত্রী। উচ্চশিক্ষা গ্রহণের সহযোগিতা পেলে ভবিষ্যতে তানিয়া সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারবে। সমাজের বিত্তবানরা অসহায় তানিয়ার পাশে দাঁড়ালে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে তানিয়া। তার মতো মেধাবী ছাত্রীকে বিফলে যেতে দেয়া যাবে না।
তিনি আরো জানান, তার মেধাকে কাজে লাগাতে সমাজের বিত্তবানদের উচিত তাকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়া। তার পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে অনুরোধ করছি।
উল্লেখ্যঃ তানিয়া সুলতানা ঝিনাইদহের কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। একই প্রতিষ্ঠান থেকে এসএসসিতেও জিপিএ-৫। উচ্চশিক্ষা গ্রহণ করে ব্যাংকার হওয়ার স্বপ্ন তার।