ঝিনাইদহের ‘কেপি প্রাইভেট সেন্টার’র পরিচ্ছন্নতা কর্মসূচি
#মামুন সোহাগ, ঝিনাইদহের চোখঃ
‘নিজে ভালো থাকি,পরিবেশ ভাল রাখি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের কে পি প্রাইভেট সেন্টারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী হাতে নিয়েছে।
উক্ত প্রতিষ্ঠান পরিচালক কেপি হাসানের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা মিলে এলাকার পরিবেশ রক্ষার দায়ভার নিজেদের ওপর রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ ২রা আগষ্ট (শুক্রবার) সকাল ৯ টার সময় চন্ডিপুর বাজারের পাশেই কৃষ্ণপুর গ্রামে কে পি প্রাইভেট সেন্টার এর শিক্ষক কে পি হাসান তার গ্রামের বিভিন্ন স্থানের পরিবেশ পরিষ্কার পরিছিন্ন করেন।
কেপি হাসান বলেন, এমন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দ্যোগ মশা দমনে ব্যাপক ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন।আসুন আমরা এ ভাবেই নিজ নিজ এলাকা পরিষ্কার করি, সুস্থ থাকি।
উল্লেখ্য, ঝিনাইদহের চন্ডিপুর গ্রামের ছেলে কেপি হাসান। বর্তমানে সে কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজে অনার্সে অধ্যয়নরত। ঠিক এর পাশাপাশি সে এলাকার ছাত্রদের নামমাত্র সম্মানীতে পাঠদান প্রদান করেন।