এটি বিশ্বের সবচেয়ে দামি ষাঁড়
#ঝিনাইদহের চোখঃ
ভারতের হরিয়ানা রাজ্যের এক ষাঁড় যুবরাজ মিরাটস অল ইন্ডিয়া ক্যাটেল শো’তে ২০১৪ সালে সেরা নির্বাচিত হয়ে ষাঁড়টি ও তার মালিক করমভির সিং দুজনই আলোচনায় চলে আসে। এটি বিশ্বের সবচেয়ে দামি ষাঁড়। ষাঁড়টির নাম ভারতীয় ক্রিকেটার যুবরাজের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে।
যুবরাজ মূলত ‘মুররাহ’ প্রজাতির ষাঁড়। বিশ্বের সবচেয়ে উন্নত জাতের ষাঁড় হলো ‘মুররাহ’। আকারে বড় ও উন্নত হওয়ার কারণে পশুপালনকারীদের কাছে মুররাহ প্রজাতির ষাঁড় বেশ জনপ্রিয়।
ভারতের এক গণমাধ্যম হতে জানা যায় এই ষাঁড়টির দাম ১০ কোটি টাকা।
প্রায় ১৪০০ কেজির এ ষাঁড়টির মা (গাভী) প্রায় ২৫ লিটার করে দুধ দিত।
১৪০০ কেজির ষাঁড়টি উচ্চতায় ৫ ফুট ৯ ইঞ্জি এবং লম্বায় ১৮ ফুট। এটার পিছনে প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হত। যুবরাজের প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে ২০ লিটার দুধ, ৫ কেজি আপেল আর ১৫ কেজি ভালো জাতের মাংস। শুধুমাত্র এই ষাঁড়ের বীর্য বিক্রি করে প্রতিবছর ৫০ লাখ টাকা আয় করেন মালিক। প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি বাছুরের জনক যুবরাজ।
এই ষাঁড়টির দিকে ধনকুবেরদেরও নজর। ভারতের এক কৃষক নগদ সাত কোটি রুপিতে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে যুবরাজের মালিক করমভির সিং তাতে রাজি হননি। যুবরাজ তার সন্তানতুল্য। তিনি বললেন, জীবনের সবকিছুর মূল্য তো আর টাকা দিয়ে হয় না!