ধর্ম ও জীবন

সারাদেশে মসজিদে ডায়াবেটিস কর্নার প্রতিষ্ঠার উদ্যোগ

#ঝিনাইদহের চোখঃ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) সারাদেশে মসজিদে ডায়াবেটিস কর্নার প্রতিষ্ঠা ও ইমামদের মাধ্যমে ডায়াবেটিস-সেবাসহ সচেতনতা সৃষ্টির এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে।

ধর্মীয় নেতাদের, বিশেষ করে মসজিদের ইমামদের সামাজিক গুরুত্ব বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের মাধ্যমে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ডায়াবেটিস প্রতিরোধ বিষয়ে একটি খুতবাও তৈরি করা হয়েছে। ইমামদের মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষাসহ বেশ কিছু সেবা দেয়ারও পরিকল্পনা করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় বাডাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এএইএচএম এনায়েত হোসেন ও প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভৌমিক ছাড়াও সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সারাবিশ্বেই ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে। বিশ্বে বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৪২ কোটি। এ সংখ্যা ২০৪০ সালে ৬৪ কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ রোগের বৃদ্ধির হার অনেক বেশি।

বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৭৫ লাখ। ২০৪০ সাল নাগাদ এ সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ‘ধর্মীয় নেতাদের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ’ বিষয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button