নির্মাণাধীন ভবনের প্রজননস্থল ধ্বংসে ৪০ শতাংশ ডেঙ্গু ঠেকানো সম্ভব
#ঝিনাইদহের চোখঃ
নির্মাণাধীন ভবনে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ৪০ শতাংশ ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান কিট তত্ত্ববিদ ডা. ভূপেনন্দার নাগপাল। তিনি বলেন, ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকারে অবশ্যই করণীয় হলো বাহক এডিস মশা নিয়ন্ত্রণ ও প্রজননস্থল ধ্বংস করা, যার জন্য জনসাধারণের অংশগ্রহণ সর্বাগ্রে প্রয়োজন।
সোমবার (৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস অডিটোরিয়ামে ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে উৎসাহিত করতে গণমাধ্যমকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
ডা. নাগপাল জানান, এডিস মশা ঘরের কোনায়, অন্ধকার আদ্রতাপূর্ণ জায়গায়, যেমন- পর্দার পেছনে, খাট ও টেবিল চেয়ারের নিচে থাকতে তারা পছন্দ করে। এডিস মশা খুব অল্প পানিতে ডিম পাড়ে, যা পানি ছাড়া প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। এডিস মশার লার্ভা ধ্বংসে ১০ লিটার পানিতে ১ গ্রাম টেমিফস নামক ওষুধ ছিটাতে হবে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, প্রোগ্রাম ম্যানেজার ম্যালেরিয়া ও ডেঙ্গু ডা. এম এম আক্তারুজ্জামান এবং স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।