ওরা আমার ছেলেকে মেরেফেলেছে—গুলজার হোসেন গরিব

ঝিনাইদহের চোখঃ
ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে
কেড়ে নিয়েছে তরতাজা প্রাণ
আমাকে ভাসিয়ে দিয়েছে অকূল সাগরে
অভাব হীনতা সকলে।
কতো আশা বেঁধে পার করেছি এতটা বছর
স্বপ্নের জলরাশি দিয়ে বাঁচিয়ে রেখেছি এযাবৎ
আজ স্বপ্ন আশার ঘর থেকে জোর করে
তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে আমার ছেলেকে।
চোখগুলো উপড়ে ফেলেছে আঙুল দিয়ে
হাত-পাগুলো টেনে টেনে ছিঁড়েছে
টুকরো টুকরো করেছে ছেলের মানচিত্র
নিঃশেষ করে দিয়েছে জানোয়ারদের খাদ্য করে।
বুকের মানিকটারে কতইনা চেষ্টা করেছি বাঁচাতে
আমি বাঁচাতে পারিনি
আমার চোখের সামনেই মরতে দেখতে হলো
দেখতে হলো ছেলের খণ্ড খণ্ড অংশ।
আমি তোকে বাঁচাতে পারলামনারে বাবা
আমার শক্তি নেই, সমর্থ্য নেই
তোকে বাঁচানোর মতো,জীবন্ত রাখার মতো,
কেউ নেই পাশে দাঁড়ানোর মতো।
তোর মৃত্যুতে ওরা সবাই খুশি,আনন্দিত
শুধু কষ্টক্লেশের সমুদ্রে ভাসলাম আমি।
তোর মৃত্যুর পর ওই জনমে
তোকে বানাবে পায়ের পাপোশ,বিলাসী শারাব।
কীভাবে বোঝাবো সাধারণ মানুষ হওয়াই যে
জীবন থাকতেই মৃত মানুষ
কীভাবে বোঝাবো মূর্খ থাকাই যে জীবন্তলাশ
কীভাবে বোঝাবো
ওরা আমার ছেলেকে মেরেফেলেছে।