ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২০ ছাড়ালো (ভিডিও সহ)
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী।
বর্তমানে হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ নিয়ে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২৩ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালে তত্বাবোধায়ক আয়ূব আলী জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে বেড়েছে। প্রথম দিকে ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হলেও এখন জেলায় ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বেড়েছে।। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ইউনিট করে চিকিৎসা দেয়া হচ্ছে।
তারপরও হাসপাতালে জায়গা সংকট রয়েছে। তবুও আমরা রোগীদের সঠিক ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি। ভর্তিকৃত ৩৬ জন বাদে অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হয় এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তকতা বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়াও রোগীদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।