বাঙালির তীর্থস্থান—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
যে আশায় বাংলার জন্ম হলো এটা মানুষের দেশ হবে
তোমার আশারা মিথ্যা করেছে তোমার আশার শৈশবে
জানো না ক তুমি আজ এই ভূমি রক্তে রক্তে হয় যে লাল
ফুঁলে ফুঁলে ওঠে রাজ্য গিলিতে যেমনি ওঠে সাগর উত্তাল
মানেনা এরা কেউ কাউকে করে ভেদাভেদ সর্বক্ষণ
একই হাওয়া লয় বাঁচা শ্বাসে তবু কেউ কারো নয় আপন
জীবনযাপন এই মাটিতে তবু এই মাটি নয় করোর দেশ
গড়ে না কেহ এই মাটি নিয়ে প্রাণ জুড়ানো অধ্যাদেশ
শুধু খুঁজে ফেরে বিবাদ বিভেদ ধ্বংস করার মন্ত্রটা
বিবেক শানিত হয় না তাদের আলোয় গড়তে ভুবনটা
পড়ে আছে ওই রেঁষারেঁষিতে যেমন ছিলো আগের লোক
হয় নি সজাগ ঘুমে মরে আছে বিচক্ষণে জ্ঞানের চোখ
দল বে-দলে বসবাস করে এই রাষ্ট্রে সমাজ সংসারে
ধর্ম বিদ্বেষ ছড়িয়ে আছে প্রতি ঘরে ক্ষোভ অহংকারে
জানেনা বুঝি আসেনি এদেশ ধর্মের কোনো জের ধরে
এসেছে এদেশ এনেছে মানুষ মানবতায় ভর করে
এ তো নয় সেই সাতচল্লিশের ধর্মে গুনে খণ্ড-ভাগ
রায়েট বাঁধিয়ে হানাহানি করে সবাই মেটাবো মনের রাগ
জাতপাত ভুলে একাত্তরে যুদ্ধ করেছিলো যাঁরা
তাঁরাই ছিলো বাংলা মায়ের মানবিক সন্তানেরা
ভাগ করেনি হিন্দু বৌদ্ধ খৃষ্টান বা মুসলমান
দেশ জাতি টানে যুদ্ধ করেছে দেখিয়ে গেছে হৃদয় টান
আল্লা ভগবান কেউ কি বলেছে ধর্মের জন্য মানুষ মার?
এমন আদেশ দিতে পারেনা এই মানুষ যে সব তাঁহার
জানিনা কেনো যুদ্ধ আজ এ ধর্ম নিয়ে বাংলাতে
কারা যুদ্ধে মদদ দিচ্ছে কারা মারে মানুষ হামলাতে
যারা এ ভাবনা ভাবে মারবে মানুষ এই বাংলার প্রাণ জুড়ে
তারা কেউ কি বাংলাদেশী গায় বাংলার গান সুরে?
ধর্মটারে হাতিয়ার করে যারা বাঁধায় মানুষে গোণ্ডগোল
জেগে ওঠরে বাংলাদেশী জোরছে হেঁকে সমূল তোল
একে অন্যের সম্পূরক নয় দেখায় হিংস্র হিংসা রূপ
বাঙালি বাংলাদেশী হয়ে ভাষার জন্যেও করেনা চুপ
বাংলাদেশটা হতো যদি সব বাঙালির তীর্থস্থান
তবেই এদেশ ধন্য হতো ধন্য হতো বাংলার প্রাণ