পাঠকের কথা

আমার আগস্ট—গুলজার হোসেন গরিব

#ঝিনাইদহের চোখঃ

তোমার স্বপ্ন নিয়ে দিন যাচ্ছিলো বেশ।
একটি সবুজ সোনার দেশ
পাখীরা গান করে ডালে ডালে।
প্রকৃতি হাসে ফুলে ফুলে পরাগ আর সৌরভে।
একটি মানুষ মানবতার দেশ
যেখানে মানুষ মানুষেরে ভালোবাসে হাসি মুখে।
সদ্য মুক্তি প্রাপ্ত দাসদের স্বদেশ
দুঃখের সাগর পাড়ি দিয়ে এসে ব্যথা ভোলে
আর বাঁচার বিশ্বাসে তাঁরা নাচে।
আমিও তাঁদের সঙ্গি হয়ে রইলাম তাঁদের সাথে মিশে।

তারপর……
হঠাৎ তরঙ্গ বার্তায় শুনতে পেলাম তুমি নেই,
আমার পরিবারের কেউ নেই।
তোমাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে
বুলেটে বুলেটে রক্তাক্ত করেছে তোমাদের বুক
রক্তাক্ত করেছে তোমার বুকের মানচিত্র।
একটুও বিশ্বাস হয়নি বাবা তুমি পৃথিবীতে নেই
তোমাকে হত্যা করা হয়েছে।

তুমি তো বাঙালির জন্য স্বাধীন করেছো দেশ।
মুক্তি দিয়েছো অত্যাচার আর শোষণ থেকে।
মুখে তুলে দিয়েছো মাতৃভাষা।
এদেশের নাম রেখেছো স্বাধীন বাংলাদেশ।
এদেশ তোমার নাম দিয়েছে বঙ্গবন্ধু।
এদেশ তোমাকে করছে জাতির জনক।
আর যাই হোক তোমাকে মারতে পারেনা।
তখনো বিশ্বাস হয়নি,একটুও বিশ্বাস হয়নি
তুমি নেই,আমার পরিবার নেই।
আদরের ছোট ভাই রাসেল নেই।
বাতাসে বাতাসে তোমাদের মৃত্যু সংবাদ
ছড়িয়ে পড়লো সমগ্র বিশ্বে।

যখন শুনলাম ছোট ভাই রাসেল বাঁচতে চেয়েছিলো
মাকে দেখতে চেয়েছিলো,তারপরও বাঁচতে দেয় নি।
তখন বাঁধ ভাঙা জলের তোড় ভাসিয়ে দিলো বুক
বিশাল পাথুরে পাহাড় বুকে চেপে বসলো
মাথায় আকাশ ভেঙে পড়লো কেঁদে গলা শুকিয়ে গেলো
নিঃশ্বাস ছোট হয়ে প্রাণ পতিত করতে লাগলো
পৃথিবী অন্ধকার হয়ে জীবন গ্রাস করলো।
নদী ভাঙনের মতো ভাংতে থাকলো
আশা-ভরসা জীবন-স্বপ্নের সকল ভিত।
আমি মূল কাটা তরুর মতো ঝিমিয়ে পড়তে
থাকলাম মাটিতে।
শুধু একনজর দেখার সাধ উন্মাদ করে তুললো
জানতে পারলাম সে পথও বন্ধ করে দিয়েছে আমার
তোমার খুনীরা।

শেষবারের মতো তোমাদেরকে একটু দেখার জন্য
একটি উপায়ও আমার সামনে আসলো না
বেঁচে থাকলাম লোকবিশ্ব মরুর বুকে।
আমার আগস্টের আকাশ স্বজন হারানো ব্যথায়
কালো মেঘে ছেয়ে গেলো
আমার আগস্টের আকাশ তোমাদের শোকে
বৃষ্টিবন্যা নামিয়ে আনলো আমার স্বদেশে।
হে বাংলার মানুষ যদি বুকটা চিরে দেখাতে পারতাম
আগস্টের আগ্নেয়গিরি এখনো কেমন করে
আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button