ঝিনাইদহের আঞ্চলিক ভাষা গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের বিভিন্ন গ্রামে মাস ব্যাপী দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের কাজ শেষ হয়েছে। ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হতদরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে এই কাপড় বিতরণ কর্মসুচি গ্রহন করা হয়।
গ্রুপের কেন্দ্রীয় সভাপতি আসিফ ইকবাল কাজল এবং গ্রুপ ক্রিয়েটর ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুর সার্বিক পরিকল্পনায় গ্রামে গ্রামে দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বৃহৎ ফেসবুক ভিত্তিক গ্রুপ হচ্ছে‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’। প্রতি বছরের ১২ জুলাই গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলেও এ বছর দিবসটি পালনে আজ ১৬ আগষ্ট বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে এক বর্নাঢ্য র্যালি বের হবে। র্যালি শেষে উজির আলী হাই স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গ্রুপের সকল সদস্যকে এ সব কর্মসুচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।