ঝিনাইদহে হিজড়া সম্প্রদায়ের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে হিজড়া সম্প্রদায়ের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা হিজড়া সম্প্রদায়ের উদ্দ্যেগে শহরের পায়রা চত্ত¡রে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
লিঙ্গ কর্তনকারী মনোয়ারা, আকাশী, আনোয়ারা ও কারিশমা হিজড়াদের সন্ত্রাসী কর্মকান্ড, বিভিন্ন অপকর্ম, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলায় জামিন বাতিল এবং গ্রেফতারের দাবিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে হিজড়া নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি বর্ষা মীর ও ঝিনাইদহ জেলা হিজড়া কল্যান ফাউন্ডেশনের সভাপতি সাদিয়া আক্তার রতœা। তাছাড়া আরো বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা হিজড়া সম্প্রদায়ের স্বপ্না, শিউলি, শুকলা, রুপসী, বৃষ্টি, মালা, শাকিলা, সুজন, খালেদা, আসমা ও গোপালপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারিয়া সুলতানাসহ জেলা নেতৃবৃন্দ।