পাঠকের কথা
গান—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
হলে মন কার অনুগামী?
সে কি জানে পথের দিশে
যে পথে তোর মন যেতে চায়।।
পথে পথে তোর গেলো বেলা
অজানা বোঝা টেনে চেলা।।
কোন সময় কোন খেলে খেলা
সে তত্বও না জানা যায়।
পড়বি যখন ঘোর আঁধারে
পথ খুঁজে আর পাবিনারে।।
জগৎ দেখে জ্ঞান মাঝারে
নে বুঝে জ্ঞান দিলে সায়।
পদের প্যাচে পথ হারায়ে
দিসনেরে তোর মূল বিকায়ে।।
শিক্ষা হয় কি দিলে শিখায়ে?
যদি শিক্ষা নিজে না পায়।