ঝিনাইদহ ভ্যান চালকের ব্যতিক্রমী উদ্যগ
#হাসানুর রহমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ ঘোষপাড়া চৌরাস্তা মোড় এ সড়ক দিয়ে চলাচল করে নানা যানবাহন ও পথচারীরা। বিকল্প রাস্তা না থাকায় কয়েক হাজার মানুষের যাতায়াত করতে ঝুকিঁপূর্ণ ছিল।
জানা যায়, বিভিন্ন ট্রাক ও অন্যান্য বড় যানবহন চলার কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যখন তখন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেয়।এককথায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দীর্ঘদিন সড়কের এ অংশটি মেরামত না করায় চালক, যাত্রী, পথচারী ও এলাকাবাসী চরম উৎকন্ঠা প্রকাশ করে। যে কোন সময় ঘটে যেতে পারতো জান ও মালের অপূরনীয় ক্ষতি।
তাই নিজ উদ্যোগে ঠিক করলেন শিকারপুর গ্রামের সলিম মন্ডলের ছেলে মোঃ সরাফ মণ্ডল। তিনি পেশায় একজন ভ্যানচালক। দিন আনে দিন খাই অবস্থা তার।
এই বিষয়ে সরাফ মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমি একজন ভ্যানচালক, আমার গাড়িতে যখন যাত্রী থাকে তখন চলাচল করতে গেলে যাত্রীরা পড়ে যায়। অন্যান্য গাড়িও দেখি একই ভাবে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করে। এই পর্যন্ত কেউ কোন পদক্ষেপ না দেখে আমি একবেলা ভ্যানগাড়ি না চালিয়ে এই কাজ করেছি।