ঝিনাইদহের সন্তান আশিক উল ইসলামের ডক্টরেট ডিগ্রী অর্জন
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের সন্তান আশিক উল ইসলামের আন্তর্জাতিক সম্পর্কের উপর সম্মান সুচক ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।
গত ৪ আগষ্ট ব্রাজিল ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইটিএমইউটি ও কনিপা এর চ্যান্সেলর প্রফেসর ড.দেবব্রুতু সরকার দি ওয়ার্ল্ড লিডারস ফোরাম-এর আন্তর্জাতিক গর্ভনর উপদেষ্টা পরামর্শকদাতা আশিক উল ইসলামের হাতে মানবতার উপর প্রশংসাপত্রও প্রদান করেন। তিনি তার সম্মান সুচক ডিগ্রী দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।
ড. আশিক উল ইসলাম ঝিনাইদহ শহরের আর্দশপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। বাবা আশরাফুল ইসলাম ও মাতা আজমীরা ইসলামের বড় ছেলে। তারা দুই ভাই, এক বোন, সহ-ধর্মিনী নইমা ইসলাম এবং কন্যা আনাবিয়া ইসলাম নাবা কন্যা সন্তান রয়েছে।
তিনি ঝিনাইদহের কাঞ্চননগর স্কুল থেকে এস,এস,সি, ঝিনাইদহ কলেজ থেকে এইচ,এস,সি ও বাংলাদেশ মিলিটারি একিডেমি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি পরামর্শক দাতা হিসাবে দেশের জন্য কাজ করে চলেছেন।
তিনি ভবিষ্যতে পরিকল্পনা – মানব সেবার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করার কথা ব্যক্ত করেছেন। দেশের জন্য নিবেদিত সৈনিক হিসাবে সেবা করে যেতে চান। সে কারনে সবার কাছে দোয়া কামনা করেছেন।