অন্যান্য

রিকশা গার্ল: রঙিন ক্যানভাসে দুরন্ত এক কিশোরীর মুখ

#ঝিনাইদহের চোখঃ

ব্যবসায়িকভাবে সাফল্য পওয়া সিনেমা ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অমিতাভ রেজা চৌধুরীর। ছবিটিতে চঞ্চল চৌধুরী ও নাবিলা মাসুমার চরিত্রে সঙ্গে ফুটিয়ে তুলে পরিচালকের মুন্‌শিয়ানার পরিচয় দেখান তিনি। এরপর পরই তিনি ঘোষণা দেন নতুন সিনেমা ‘রিক্সা গার্ল’র। ছবিটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তি দেয়ার পূর্ব প্রস্তুতি। এরইমধ্যে প্রকাশ হলো এর প্রথম পোস্টার।

পোস্টারেও ব্যতিক্রম কিছু দেখালেন নির্মাতা। পোস্টারের রঙিন ক্যানভাসে যেন দুরন্ত এক কিশোরীর মুখ। শ্যাম বর্ণের সেই মুখে আর চোখে যেন না বলা অনেক গল্প। মায়াবী মুখটায় ভেসে আছে এক রিকশা কন্যার উপাখ্যান। আর এমন একটি চরিত্র ও গল্প নিয়ে অমিতাভ রেজার চলচ্চিত্র রিকশা গার্লের রঙিন পোস্টার উন্মোচিত হলো। অনলাইনে পোস্টারটি উন্মোচন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহের সৃষ্টি করেছে। ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত চার মাস ধরে ছবিটির শুটিং করা হয় পাবনা, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে দেশের প্রথম কোনও সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়। যা এরই মধ্যে আলোড়ন তুলেছে সিনেমা পাড়ায়। রিকশা গার্ল নির্মিত হচ্ছে মিতালী পার্কিন্স এর বেস্টসেলার বই রিকশা গার্ল অবলম্বনে। রিকশা কন্যা নাইমার চরিত্রে এখানে অভিনয় করছেন নভেরা রহমান। সিনেমার পোস্টার সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরীর বলেন, ‘রিকশা গার্ল’ ছবিটি নির্মাণ করেছি আমরা আন্তর্জাতিক দিক বিবেচনা করে। যেন বাংলাদেশের নাম উজ্জল করে। রিকশা গার্লের পোস্টার উন্মোচন হলো আজ। স্বাধীনচেতা এক নির্ভীক দূরন্ত মেয়ের মুখাবয়বই দেখা যাচ্ছে এই পোস্টারে। চলচ্চিত্রেও রয়েছে চরিত্রের অজানা সব কল্পকাহিনী।

সিনেমাটি প্রযোজনা করেছেন এরিক জেমস্ এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল। চিত্রনাট্য করেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button