#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সুফিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুফিয়া বেগম কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। সোমবার সকালে প্রচন্ড জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গুর বিয়টি নিশ্চিত হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়াত জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুফিয়া বেগম সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে এখনো তিনজন রোগী ভর্তি রয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাফায়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে এখন পর্যন্ত জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসতে শুরু করেছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ২১৪ জন বলে যোগ করেন জেলার এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।