ঝিনাইদহে সনাকে’র আয়োজনে মা সমাবেশ
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ ভুটিয়ারগাতী সরকারী প্রথমিক বিদ্যালয়ের সুশাসন এবং সেবার মান উন্নয়নের লক্ষে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর (টিআইবি) অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) অ্যাকটিভ মাদার্স ফোরম গঠন করেছে।
এ প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সনাকের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এক মা সমাবেশ অনুঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -১ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, প্রথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুন নেছা, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আকতারুজ্জামান, ঝিনাইদহ সনাক সভাপতি অধ্যক্ষ সায়েদুল আলম, মা ফোরামের সমন্বয়ক মোনালিসা খাতুন।
মাদার্স ফোরম এর উদ্দেশ্য ও অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন সনাকের শিক্ষা উপকমিটির আহবায়ক আসমা জামান। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন মা ফোরামের সদস্য মনোয়ারা খাতুন, আফিফা খাতুন, মিতা খাতুন, মুসলিমা বেগম, আসিয়া খাতুন, আনজুমানারা ও দিতি শেখ। অনুষ্ঠিানটি পরিচালনা করেন সনাকের সাবেক সভাপতি এসএম শাহ জালাল।
সমাবেশে মা ফোরামের সদস্যারা বিদ্যালয়ের নানা ধরনের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। এবং প্রধান অতিথি ও শিক্ষা কর্মকর্তাগন বিদ্যালয়ের সমস্যা সমাধানের আশ্বাস দেন।