#শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির সীমান্তবর্তী এলাকায় শ্রীনাথপুর সরঃপ্রাথমিক বিদ্যালয়।
১৯৭২ সালে ৭৬.৫ শতক জমির উপর স্থাপিত এই প্রাথমিক বিদ্যালয়টি। প্রাক্তন ভবনে-তিনটি শ্রেনীকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে।ক্রমাগত ছাত্র/ছাত্রী বৃদ্ধিপাওয়াতে ২০০৮ সনে বিদ্যালয়ে আরো একটি নতুন ভবন নির্মান করা হয়।
বর্তমানে বিদ্যালয়টিতে মাঠপাড়া, শরিষাঘাটা ও শ্রীনাথপুর গ্রামের প্রায় দেড় থেকে দুইশতাধীক ছাত্র/ছাত্রীর পাঠদান করানোহয়। বিদ্যালয়ে দুইজন পুরুষ শিক্ষক ও দুইজন নারী শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি খেলার মাঠ।মাঠে খেলাধুলার জায়গা সংকির্ণতা রয়েছে। বর্তমানে মাঠটির দক্ষিণ-পূর্ব পার্শে রয়েছে একটি মাঝারী আকারের গর্ত। বিদ্যালয়ে খেলাধুলা চলাকালীন যেকোন মূহুর্তে ছাত্র/ছাত্রীরা গর্তের মাঝে পড়ে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এছাড়াও বিদ্যালয়টির পাশদিয়ে রয়েছে যাতায়তের প্রধান পাঁকা সড়ক।সারাদিন মোটরসাইকেল সহ মাঝারী ও ভারী যানবাহন চলাচল করে সড়কে। বিদ্যালয়ে খেলাধূলা, টিফিন ও ছুটিকালীন সময়ে ছাত্র/ছাত্রীরা দৌড়ে ফেরে বাড়ীরদিকে। বিদ্যালয়টিতে সীমানাপ্রাচীর এবং গেইট নাথাকায় যেকোনমূহুর্তে সড়কটিতে ছাত্র/ছাত্রীরা দূর্ঘটনার স্বীকার হতেপারে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরুহুল আমিন (স্যার) জানান-বিদ্যালয়টির চারিদিকে সীমানা প্রাচীর ও একটি গেইট বিশেষ প্রয়োজন। প্রাচীর ও গেট নির্মান হলে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত হত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে এলাকার সচেতন মহল ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন বলেন- শ্রীনাথপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের গর্তের মাটি ভরাট এবং বিদ্যালয়ের চতুরদিকে সীমানা প্রাচীর সহ গেট নির্মান করলে আমাদের সন্তানেরা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারবে এবং অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা পাবে।