পাঠকের কথা
কখনও মরে না ওরা–হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
কখনো মরেনা ওরা
কখনো নজরুল কখনো চেগুয়েভারা
অন্য দেশে ভিন্ন নামে
বারে বারে ওরা ফিরে ফিরে আসে।
সভ্যতার গর্ভ সঞ্চারে মৃত্যুহীন প্রাণ
ক‘রে নিজ জীবন দান
গড়ে বর্তমান-ভবিষ্যত
মরে না ওরা, বাঁচে চিরকাল।
সুন্দর আগামি আনবে বলে
অসুরের বিরুদ্ধে যুদ্ধ করে
ওরা করেছে বিকশিত মানব ইতিহাস
ওরা স্পার্টাকাস ওরা চিরঞ্জিব সুভাস।
মহিয়ান যত কীর্তি এই দুনিয়ায়
মানুষ মুক্তি সংগ্রাম সেরা সবচেয়ে
মঙ্গলপান্ডে অথবা ভাসানী হয়ে
যুগে যুগে ওরা ফিরে আসে ।