ঝিনাইদহে ব্যবসায়ী মিজান হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার রহস্য দীর্ঘ এক বৎসরপর উদঘাটন করলো পিবিআই। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ পিবিআই এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান।
ঝিনাইদহ পিবিআই আই এর এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, জামাল, আমিরুল, সাইদ হাসান মনিরুল ও রইচ মেম্বরসহ ৩/৪ জন ব্যবসায়ী মিজানুর রহমান মিজানকে হত্যা করার জন্য সুকৌশলে ডেকে নিয়ে ধারালো ছুরী দিয়ে উপর্যপুরীভাবে শরীরের বিভিন্ন যায়গায় ২৩টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এ হত্যাকান্ডের ৫ জন আসামীরা হলো ঝিনাইদহ পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, সদর উপজেলার পোড়াহটি ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে সাইদ হাসান মনিরুল, শৈলকুপা উপজেলার পিড়াগাতী গ্রামের আতিয়ার রহমানের ছেলে রইচ উদ্দীন মোল্লা ওরফে রইচ মেম্বর দীঘল গ্রামের আলতাফ হোসেনর ছেলে জামাল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার চররুপদা গ্রামের আশিকুজ্জামানের স্ত্রী চুমকী।
এর মধ্যে আমিরুল ইসলাম ও জামাল হোসেন জেল হাজতে আছে। জমি দখল ও রেজিট্রি সংক্রান্ত, এলাকার আধিপত্য ও পরকীয়ার কারনে মিজানকে হত্যা করা হয় বলে তিনি আরো জানান।
উল্লেখ্য ২০১৮ সালের ১০ আগষ্ট রাত সাড় ৮ টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন শিশু হাসপাতালের সামনের একটি ঔষুধের দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পলিয়ে যায় দৃর্বত্তরা। এঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের মা রহিমা বাদী হয়ে ১১ আগষ্ট ঝিনাইদহ সদর থানায একটি মামলা দায়ের করেন।