ঝিনাইদহ র্যাবের অভিযান, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
#ঝিনাইদহের চোখঃ
২৯ আগষ্ট ২০১৯ ইং তারিখ আনুমানিক ১৮.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন তারাউজিয়াল সাকিনস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ২৯ আগষ্ট ২০১৯ ইং তারিখ ২০:০০ ঘটিকার সময় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন তাঁরাউজিয়াল সাকিনস্থ জনৈক মিন্টু জজ (অবঃ) পিতা : মৃত আবু মিয়া এর বাড়ীর দরজার পাকা রাস্তার পূর্ব পাশে কাঠাল বাগানের মাঝখানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আলহাজ্জ@কাজল (২৫), পিতা- আঃ গফুর মোল্লা, ২। মোঃ ইমরান মোল্লা (২১), পিতা- মোঃ ইয়াহিয়া মোল্লা, উভয় সাং-আমতৈল, থানা-শ্রীপুর, জেলা- মাগুরা দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৩২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।