ক্যাম্পাসটপ লিড

ঝিনাইদহের ব্যতিক্রমী স্কুল শিশুকল্যাণ বিদ্যালয় (ভিডিও-সহ)

#ঝিনাইদহের চোখঃ

অন্যদের থেকে আলাদা হতে হলে কিছুটা ব্যতিক্রমী হতে হয়। এমনই দৃষ্টান্ত উপস্থাপন করেছে ৬২ নং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়।

স্কুলটি ঝিনাইদহ পৌরসভার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর দিকে অবস্থিত। সাধারণত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরাই পড়ে থাকে এ স্কুলে।

এ কারণে এ স্কুলে ভালো পরিবারের সন্তানরা সাধারণত ভর্তি হয় না। স্কুলের ব্যকিক্রম হচ্ছে, এ স্কুলের ছাত্র-ছাত্রী সহ সকল শিক্ষকই মুল স্কুল ভবনের বাইরে তাদের স্যান্ডেল, জুতা এবং চটিটি খুলে প্রবেশ করে থাকে। মুলত স্কুল পরিস্কার পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যগ বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১৩১ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

এ বিরল ঘটনার উদ্যক্তা এবং স্কুলের সহকারী শিক্ষিকা মানিকা বিশ্বাস জানান, স্কুল পরিস্কার পরিচ্ছন্ন রাখতেই এমন উদ্যগ। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমরা যখন এ প্রসঙ্গটি উত্থাপন করি তখন সকলে মিলেই একবারে তা গ্রহণ করে। এতে আমরা খুব খুশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button