ঝিনাইদহ সদর

ঝিনাইদহে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী (ভিডিও-সহ)

#ঝিনাইদহের চোখঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে দুদিন ব্যাপী ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ নাটকের প্রদর্শণ করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকির গ্রন্থনা ও পরিকল্পনায় অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের প্রযোজনায় এ নাটক পরিবেশিত হয়।

বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন ভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানেই মুক্তি’ আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ, বঞ্চনা, দ্রোহ ও মুজিব স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মুল উপপাদ্য।

নাটকে অংকুর নাট্য একাডেমির ৩০ জন নাট্যকর্মী অংশ নেয়।

মন্ত্রমুগ্ধের মতো এ নাটক উপভোগ করেন আগত ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু-সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button