২৫ বছরে ঝিনাইদহ আব্দুর রউফ ডিগ্রী কলেজ (ভিডিও-সহ)
#রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
২৫ বছরে ঝিনাইদহের ঐতিহ্যবাহী আব্দুর রউফ ডিগ্রী কলেজ । মনোরম পরিবেশে ঘেরা এ কলেজটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজারে পশ্চিম পাশে অবস্থিত। ১৯৯৪ সালে কলেজটি স্থাপিত হয় । পরবর্তীতে ১৯৯৮ সালে এম্পিও ভুক্ত হয় । বর্তমানে কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৫০০ জন,
ঝিনাইদহের সুপরিচিত এই কলেজটি প্রতি বছরেই সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।সুন্দর মনোরম পরিবশের সাথে আছে কলেজের পরিবেশ এবং উন্নত শিক্ষার মান ।
তবে ছাত্র-ছাত্রীদের কিছু প্রয়োজনীয়তার কথাও ব্যক্ত করেছে তারা। তারা জানান, তাদের কলেজে সাইকেল রাখার জন্য যদি একটি পার্কিং ব্যবস্থা থাকতো তবে থুব ভালো হতো। আরো একটা দাবীর বিষয়ে তারা বলেন খাবার ক্যান্ট্রিন করা হলে ছাত্র -ছাত্রীরা সুফল পেতো। কারণ অনেক সময় খাবার আনতে ছাত্র -ছাত্রীদের খাবারের জন্য কলেজ থেকে ডাকবাংলা বাজারে যেতে হয়।
আব্দুর রউফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম বলেন, কলেজের কিছু অবকাঠামোর ত্রুটি আছে তবে আমরা চেষ্টা করছি অতিদ্রুত তার সমাধান করা, এবং আব্দুর রউফ ডিগ্রী কলেজের সুনাম জাতে আরো সম্রিদ্ধি পথে এগিয়ে নিয়ে যেতে পারি সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি । তিনি আরো জানান, কলেজটিতে অনার্স কোর্স চালু করারও চেষ্টা চলছে।