সম্প্রীতির নীতি—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
তুমি আমি আমি তুমি একই ক্রিয়ার জাত
চালাকচতুর ধূর্ত ধর্ম করেছে জাত তফাৎ
পাল্টে দিয়েছে চিন্তামণি কৃষ্টি দৃষ্টিকোণ
সেই থেকে জ্বলে বিভেদ চুলোয় সত্য সর্বক্ষণ
জাতি বিজাতি জাতির পতি কত সে ভিন্ন ভাগ
সব ভাগাভাগি রাগারাগিতে ভালে ফেলেছে দাগ
এখন কেহ খুঁজে ফেরে না সঠিক সত্য দিক
ছড়িয়ে পড়েছে জগৎ স্বার্থে সবাই দিক্বিদিক
ঠিক বেঠিকের ধার ধারেনা শক্তিই গড়ে নীতি
নীতির নিচে চাপা পড়ে মরে স্বজাতির সম্প্রীতি
দ্বিজাতিতত্ত্ব শর্ত মেনে এখানে ডুবেছে রবি
এমনি করে আরো দেশ কাল ক্ষত হয়েছে সবি
মানবিকতার অপার মনন নয়ন দেখেনা আজ
অমানবিক ভণ্ড পশুরা পৃথিবী করেছে গ্রাস
একে অপরের রক্ত চোষে দোষাদোষি করে বেশ
গড়েনা জাত ভেদাভেদ ভুলে মানব জাতির দেশ
পরাবাস্তব অবাস্তবে জ্ঞান ধ্বসে গেছে জলে
বাস্তবতার নিটোল জ্ঞানে ভরে না বিবেক থলে
বসন্ত কত পার হয়ে গেছে কোকিল গায় নি গান
কুহুকুহু করে ভেঙেছে শুধু স্বজাতির প্রতি টান
মৌ-লোভি ঐ প্রজাপতিগুলো চায় শুধু মধু ফুল
এ চাওয়া-পাওয়া স্বজাতির মাঝে গড়েছে প্রতিকূল।