মঙ্গলসভায় “ঝিনাইদহের স্থানীয় সংস্কৃতি”

#ঝিনাইদহের চোখঃ
মঙ্গলসভার চতুর্থ আসর অনুষ্ঠিত হলো ০৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সন্ধ্যায় অফিসার্স ক্লাব কার্যালয়ে।
অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষভাবে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
আলোচনা করেন ড. বি এম রেজাউল করিম, গৌতম বসু, ড. নওশের আলম, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, জেলা কালচারাল অফিসার মোঃ জসীম উদ্দীন, পরিবেশবিদ মাসুদ আহমেদ সনজু, ক্যাডেট কলেজের শিক্ষক ড. সাইফুল আলম, কবি অনিরুদ্ধ রায়হান, কবি শিশির আযম, কবি গুলজার হোসেন গরীব, বাবলুর রহমান, পবিত্র বিশ্বাস, খশরুজ্জামান বাবু, প্রতাপ বিশ্বাস, শুভ কুমার বিশ্বাস, শাকিব, বীণা, তিতাস, সাকিব,ইমরান প্রমুখ।
আলোচনার বিষয় “ঝিনাইদহের স্থানীয় সংস্কৃতি”। ৩০ জন সাহিত্য অনুরাগী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুমন শিকদার।