কালীগঞ্জক্যাম্পাস

ঝিনাইদহে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত (ভিডিও-সহ)

#হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহার সভাপতিত্বে এবং বেলাট দৌলতপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ অলিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি ছিলেন, বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মধূসুদন সাহা, গর্ভনিং বডির সভাপতি আহম্মদ আলী বিশ^াসসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষীকা, শিক্ষার্থী, এলাকার সূধী মহল এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে এমপি আনার বলেন, শিক্ষিত জাতী গড়তে অভিভাবকদের ভুমিকা অনেক বেশি। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়া শিক্ষার্থঅদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button