পাঠকের কথা
বন্ধু —-মোঃ সম্রাট শাহ্
#ঝিনাইদহের চোখঃ
বন্ধু চিরসাথী,
বন্ধু হতে পারে কারোর জীবন চলার গতি।
বন্ধু অভিশাপ,
বন্ধুর কারণে বন্ধ হতে পারে কারোর গতিপথ।
বন্ধু আপন,
বন্ধু দেখাতে পারে অনেক প্রলভন।
বন্ধু জান—
বন্ধু হারাতে পারে তোমার মান- সম্মান।
বন্ধু বেস্ট,
বন্ধুর ঘটাতে পারে ক্টিকাল কেস।
বন্ধু এক-বয়সী,
বন্ধুর কারণে হতে পারো অনেক সাহসী।
বন্ধু ছেলে-মেয়ে,
বন্ধু গড়াতে পারে প্রেমে।
বন্ধু পরিচয়,
বন্ধুর কারণে করতে হয় কত অভিনয়।