কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই বখাটে আটক
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আটক দুজনের নাম- সাগর ও শিহাব।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিভিন্ন স্কুলে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল খেলা চলছে। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে নলভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে সাতগাছিয়া নামক স্থানে তার ওপর নলভাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর ও একই গ্রামের হারুনের ছেলে শিহাব এসিড নিক্ষেপ করে। আহত স্কুল ছাত্রীকে এলাকাবাসী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তবে বারবাজার ক্যাম্পের আইসি এসআই শিহাব উদ্দীন জানান, স্কুলছাত্রীর ওপর এসিড নয়, এনার্জি ড্রিংক স্পিড নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাগর ও শিহাব নামের দুই যুবককে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও মামলা দায়ের হয়নি।