ঝিনাইদহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ র্যাব-৬ সিপিসি-২ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলা শহরের পাগলাকানাই কাঁচা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় তাদেরকে গ্রেয়তার করা হয়। সে সময় গ্রেফতারকদের নিকট থেকে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ টি মোবাইল সেট এবং ৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- ঝিনাইদহ সদর উপজেলার বাড়ি বাথান গ্রামের শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও চাপরি গ্রামের দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ্ত কুমার বিশ্বাস (২৬)। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।