পাঠকের কথা
বাঙালী হৃদয়ের কান্না–কামরুজ্জামান লিটু মাস্টার
#ঝিনাইদহের চোখঃ
বাংলার প্রকৃতির অন্তরালে
অপরুপ রুপের সমারোহে-
শুন্যতার হাতছানি ।
পাখির কলরবে মূখরিত প্রান্তরে
নেই কোন প্রাণের ছোঁয়া,
নীল সবুজের অরণ্যমাঝে
মৃদু মৃদু বইছে শোকের হাওয়া ,
অনুভূতির কান্না বিজড়িত মনে
শান্তির ছায়া গেছে সরে,
চারিদিকে কিসের যেন হাহাকারে
জাতির অস্তিত্ত্বে জড়ানো শুধুই মায়া ।
বাংলা সার্বভৌমের রুপকার,
স্বাধীনতার অগ্রদূত,
হিংস্র হায়েনার করাল গ্রাস থেকে
বাঙালী জাতিকে রক্ষাকারী রাষ্ট্রনায়ক,
যেখানেই থাকো তুমি, যত দূরে –
বাংলার প্রতিটি ঘরের প্রতি বাঙালীর হৃদয়ে
আছো তুমি, থাকবে তুমি অনন্তকাল,
প্রিয় নেতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
হাসি-কান্না ম্লান হবে কোন সময় – সংসারে,
রবে তুমি বাংলার আকাশে-বাতাসে
উজ্জ্বল আলোর বিকিরণে –
লাল-সবুজের সপ্ননীলে বাংলা প্রান্তরে ।