#মিঠু মালিথা, ঝিনাইদহের চোখঃ
কালীগঞ্জে নির্মিত ব্রীজটি না থাকলেই ভালো হতো। কারণ ব্রিজটি নির্মাণের পর কোন কাজে আসছে না।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে কালীগঞ্জ উপজেলার গুন্জোনগরের শ্বশ্মানে ১৪ লক্ষ ৫০ হাজার ৫৮৫ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজটি নির্মাণ করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানটির অবহেলার কারনে ব্রীজের দুই পাশের চলাচলের রাস্তায় মাটি ভরাট না করায় ব্রীজটি ব্যবহারের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, শ্বশ্মানে মানুষর চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। বিষয়টি ইতিপুর্বে সংশ্লিষ্ট প্রশাসনের(pio)কে দৃষ্টি আর্কষন করলেও অদৃশ্য কারনে এড়িয়ে গেছেন।
বিষয়টি গুরুত্বের সাথে তাৎক্ষনিক ব্যবস্হা গ্রহনে জোর দাবী করেছে এলাকাবাসী।