ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত (ভিডিও-সহ)
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
‘বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
গত রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা বুরে্যার সহকারী পরিচালক শেখ নুরুজ্জামান, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেনসহ অন্যান্যরা।