ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ৩ দোকানে চুরি
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ১২ মাইল (পরশবাজার) নামক বাজারে তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভির রাতে চুরির ঘটেছে।
জানা গেছে, বাজারে তোফাজ্জেল হোসেনের, খলিলুর রহমান ও সাগর রহমানের দোকান থেকে প্রায় ৩লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে ।