কালীগঞ্জ

ব্লাড ব্যাংক অব ঝিনাইদহের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপিং

#মিশন আলী, ঝিনাইদহের চোখঃ

স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক অব ঝিনাইদহ ও প্রচেষ্টার উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল গৌরিনাথপুর মাদ্রাসা প্রাঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক অব ঝিনাইদহের সভাপতি মো: রায়হান উদ্দিন, প্রচেষ্টার প্রতিষ্ঠাতা মো: আব্দুল্লাহ আল মামুন, প্রাক্তন শিক্ষক মো: আতাউল্লাহ, হাজী মো: তোফাজ্জেল হোসেন, গৌরিনাথপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য আবু বক্কর, ব্লাড ব্যাংক অব ঝিনাইদহের সদস্য তন্নী, আশিক, সবুজ,মানিক,বাধন,হাবিবুর প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার প্রায় ৪ শতাধিক ব্যক্তির বিনামুল্যে রক্তের গ্রুপিং করে ব্লাড ব্যাংক অব ঝিনাইদহ। উল্লেখ্য, গত ২ বছর ধরে ফেসবুক ভিত্তিক ব্লাড ব্যাংক অপ ঝিনাইদহ এ অঞ্চলের মানুষের বিনামুল্যে রক্ত দিয়ে আসছে।

এছাড়াও তারা রক্তদান উৎসাহ করতে বিনামুল্যে বিভিন্ন এলাকায় রক্ত গ্রুপিং কার্যক্রম পরিচালনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button