ঝিনাইদহে মোড়কে পাটজাত পন্য ব্যবহার না করায় জরিমানা
#আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হাট চাঁদনীর চাউল বাজারে নিষিদ্ধ প্লাষ্টিক বস্তায় চাল বিক্রির অপরাধে ১০ ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে পন্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন ২০১০ /১৪ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন জানান, শহরের চাল বাজারে অভিযান চালিয়ে পাটজাত পণ্যের পরিবর্তে প্লাষ্টিকের বস্তা মোড়ক হিসেবে ব্যবহার করার অপরাধে চাল বাজারের ১০ ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী, কালীগঞ্জ থানার এস আই দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।