ঝিনাইদহে মঙ্গলসভার পঞ্চম আসর
#ঝিনাইদহের চোখঃ
মঙ্গলসভার পঞ্চম আসর হয়ে গেল গতকাল ১০ সেপ্টেম্বর ২০১৯।
তিন পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে স্মরণ করা হয় ঝিনাইদহের কৃতি শিক্ষক প্রয়াত কে বি আল মামুনকে, দ্বিতীয় পর্বে উপমহাদেশের বিপ্লবী বীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীন স্মরণ করা হয় এবং শেষ পর্বে চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদ বিতরণ।
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ।
আলোচনা করেন ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন, পরিবেশবিদ মাসুদ আহমেদ সনজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরোয়ার জাহান বাদশা, অধ্যাপক আব্দুস সালাম, মহুয়া সাদিয়া আরফিন, কবি অনিরুদ্ধ রায়হান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব সুশান্তকুমার দেব, অধ্যাপক তপন গাঙ্গুলি, ড. নওশের আলম, জেলা তথ্য অফিসার জনাব মোঃ আবুবকর সিদ্দিক, মুস্তাফিজ মিন্টু সহ ঝিনাইদহের সাংস্কৃতিক-সাহিত্য কর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সুমন শিকদার।