ঢাকার বাইরে ডেঙ্গু ছড়াচ্ছে নতুন প্রজাতির মশা–IEDCR
#ঝিনাইদহের চোখঃ
ঢাকার বাইরে ডেঙ্গু ছড়াচ্ছে নতুন প্রজাতির মশা। যার নাম এডিস অ্যালবোপিকটাস। সম্প্রতি যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর পরিদর্শনে গিয়ে এমন তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান-IEDCR। তবে চিকিৎসকরা বলছেন, এই মশার কামড়ে ডেঙ্গু হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক আকার নেয় না।
দিন দিন বাড়ছে ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামেও। ঢাকার বাইরে ডেঙ্গু ছড়াচ্ছে এডিস অ্যালবোপিকটাস প্রজাতির মশা। এমন তথ্য উঠে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের জরিপে।
সম্প্রতি কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরের বেশ কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী একসাথে ভর্তি হন হাসপাতালে। এতে ঘটনাস্থলে যায়, IEDCR এর প্রতিনিধিদল। বিজ্ঞানী ও গবেষক দল রোগ ও কীটতাত্ত্বিক জরিপ চালান বরিশাল, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহের বেশ কয়েকটি ইউনিয়নে।
চিকিৎসকরা বলছেন, অ্যালবোপিকটাস প্রজাতির মশায় ডেঙ্গু হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক আকার নেয় না। তারপরও মশা নিধনে গ্রামভিত্তিক প্রকল্পের পরামর্শ তাদের।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু চিকিৎসা সমন্বয়ক ও জনসংযোগ কর্মকর্তা ডা. এম সজীব উদ্দীন বলেন, দুই প্রজাতির এডিস মশা রয়েছে। তার মধ্যে এডিস অ্যালবোপিকটাস মশা গ্রামাঞ্চলে ডেঙ্গু রোগের জীবানু ছড়াচ্ছে বলে জানান তিনি।
কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা জানান, ভয় না করে বরং ডেঙ্গু মশা নিধনে কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
মেহেরপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে যাতে করে এর বৃদ্ধি না ঘটে।
তবে তারা সকলেই মনে করছেন, সচেতনতা বাড়ায় ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে কিছুটা কমেছে।