ঝিনাইদহের শিশু রিয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বাঁচতে চায়
#ঝিনাইদহের চোখঃ
কাকু আমাকে বাঁচান ! আমি বাঁচতে চাই। আছেন কি কেউ? অসহায় এক শিশুর পাশ্বে নিজের সৎ উপার্যনের কিছু টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কি?
যে শিশুটি আজ স্কুলের গন্ডিতে সাথীদের সাথে হেসে খেলে জীবন পার করবে যে আজ বাড়ির চার দেওয়ালে বন্দি হয়ে মৃত্যুর প্রহর গুনছে। নির্বাক রিয়া আস্তে আস্তে নিন্তেজ হতে চলেছে।
শৈশবের খেলার সাথিরা আজ তাকে আর কাছে পায় না। সারা শরীরে ফোট দেখা দিয়েছে ,শরীরের জ্বর কিছুতেই ছাড়ছে না। শরীরের যন্ত্রনা তাই আস্তে আস্তে বেড়েই চলেছে রিয়ার।
ঝিনাইদহ সদরের খেদাপাড়া গ্রামের মুক্তার হোসেনরে মেয়ে রিয়া(৯)সে খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। মেধাবী এই ছাত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। গত দুই মাস আসে যশোর সদর হাসপাতাল,প্রাইম ও কুইন্স ক্লিনিকে দেখালেও সঠিক চিকিৎসা কেউ দিতে পারেনি। ভারতে যেতে বলেছে।দিন আনা দিন খাওয়া ভিটাবাড়ি সম্বলহীন পিতা মেয়ের দৈনিক ঔষধ খাওয়াতে পারছে না। অসহায় পিতা মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান দেশ/বিদেশে অবস্থারত সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
যোগাযোগঃ
মোক্তার হোসেন-০১৯৪৫৬২৪৪, খেদাপাড়া(নলডাঙ্গা বাজার) ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।