পাঠকের কথা
মানসিক বন্দি–গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
অনেক যুগ যাবৎ আমরা বন্দি মুক্তি মেলেনি।
পিতা প্রপিতামহসহ অনেকে বন্দিশালায়
বিনাবাক্যে জন্মমৃত্যুর স্বাদ গ্রহণ করেছে।
বন্দি জীবনের ধারাবাহিতা পাল্টে দিয়েছে
আমাদের জীবন ও শক্তির ব্যবহারিক রূপ
রোগাক্রান্ত করেছে দৃষ্টি।
মানিয়ে নিয়েছি বন্দিদশা, বশ্যতা
যেমন হাতির রাখাল নাবালক শিশু তেমন।
এখন এ জীবনই পূর্ণাঙ্গ জীবন।
কেউ কেউকে বেরোতে দেয় না আটকে রাখে
একে অপরকে সমানভাবে
অতি চেষ্টা মৃত্যুই এখানে শুধু উপহার।
বন্দিশালায় ইটপাথরের কোনো দেয়াল নেই
পিলার কাঁটাতার নেই
এই বন্দিশালার প্রাচীর শুধু মানসিক।