ঝিনাইদহে সেভেন রিংস্ সিমেন্টের টেকনিক্যাল সেমিনার
#সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
বিশ্ব বিখ্যাত হ্ংকং ভিত্তিক শুন্ শিং গ্রুপের পন্য সেভেন রিংস্ সিমেন্টের টেকনিক্যল সেমিনার সোমবার বিকালে ঝিনাইদহের ফুট সাফারী নামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
রাশেদুল হাসান রুলুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুন্ শিং সিমেন্ট মিলস এর ব্যবস্থাপক মোঃ আহাদুজ্জামান প্রধান।
এ সেমিনারের প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে সিমেন্ট-কংক্রিট টেকনোলজির উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করেন প্রকৌশলী মোঃ আঃ লতিফ, সহকারি ব্যবস্থাপক, বিজনেজ ডেভেলপমেন্ট এন্ড টেকনিক্যাল সাপোর্ট , সেভেন রিংস্ সিমেন্ট।
সেমিনারে বাড়ি নির্মানের কলাকৌশল, রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া ইত্যাদি ব্যবহারের সঠিক পদ্ধতি সম্বন্ধে বাড়ির মালিকদের ধারনা দেওয়া হয়।
প্রধান আলোচক বলেন, ভালো সিমেন্টের বৈশিষ্ট্য হলো গুনগত মানের ধারাবাহিকতা ধরে রেখে দীর্ঘস্থায়ী কনক্রিট তৈরি করা যা স্থাপনাকে দেবে মজবুত ভিত্তি। এক্ষেত্রে সেভেন রিংস্ সিমেন্ট গুনগত মান অক্ষুন্য রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং গুনগত মান নিশ্চিত করেই সেভেন রিংস্ সিমেন্ট বাজারজাত করা হচ্ছে।
ঝিনাইদহ পৌরসভা নির্বাহী প্রকৌশলী জনাব অহিন্দ্র কুমার বিশ্বাস বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন।মাহাবুবুল হক (আর.এস.এম) এর উপস্খাপনায় এ সেমিনারে ঝিনাইদহ পৌরসভা, এলজিইডি এর প্রকৌশলী সহ মোট ১২০ জন বাড়ির মালিক অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহন কারীদের মাঝে ৭টি আকর্ষনীয় র্যাফেল ড্র’র পুরষ্কার বিতরণ করা হয়।