ঝিনাইদহে জেলা সংসদীয় বিতর্ক উৎসবের সমাপনী (ভিডিও সহ)
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শেষ হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উৎসব। মঙ্গলবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
‘এই সংসদ মনে করে, শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ এ বিষয়ের উপর ফাইনালে সরকারি দল হিসেবে অংশ নেয় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ ও বিরোধী দলের ভূমিকায় প্রতিযোগিতা করে কোটচাঁদপুরের সাফদারপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীর।
যুক্তিতর্ক শেষে বিচরকবৃন্দ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস। আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
“যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আধাঁর” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ পৌরসভার সহযোগিতায় ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে গত বছরের নভেম্বর মাসে জেলা ব্যাপী শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগীতায় সর্বমোট ২৮ টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।