দুঃখিত তোমাকে ভালোবাসতে পারিনি —গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
https://www.youtube.com/watch?v=SO5lvF1i9CA
দুঃখিত তোমাকে ভালোবাসতে পারিনি।
তুমি ভালোবাসা শব্দটা বেশ ব্যবহার করেছো
কিন্তু আমি তেমন করে বোঝার চেষ্টা করিনি।
অনুভব করিনি কতোটা গভীর তোমার ভালোবাসা।
কেউ কাউকে ভালোবাসতে পারে, বোধগম্য হয় নি।
সেদিন যখন তোমাকে দেখালাম
তুমিও দেখেছিলে আমাকে
চাওয়া চাওয়ি, তারপর মিষ্টি হাসি দিয়ে
হারিয়ে গেলে ব্যস্ত মানুষের ভিড়ে।
আর আমার ভালোবাসার মন
সে মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়েছিলো!
হয়তো তোমাকে ভালোবাসবে বলে
নতুবা তোমাকে কাছে পাবে বলে।
আমি তো তোমাকে একটু ছুঁয়ে দেখিনি
দেখিনি ত্বকের কোমলতা
দেখিনি স্পর্শ কাতর আনমনা আমোদ
তোমার গলার কাছে আমার নাক নিয়ে
দীর্ঘশ্বাস টানিনি
তোমার গায়ের গন্ধ নিতে পারিনি।
দুঃখিত তোমাকে ভালোবাসতে পারিনি।
ভুল বুঝোনা
আসলে আমার কাছে ভালোবাসা
বড় কঠিন! মনে হয়
খুব কঠিন পরিশ্রমের মনে হয়
তোমাকে বলে বোঝাতে পারবো না
তুমি তোমার কোমল অন্তর দিয়ে বুঝবে না।
ভালোবাসা হলো বহু যত্নে লালন পালন করা
তিল তিল করে বড় করে তোলা কোনো অনুভূতি।
ভালোবাসা মানে একটি চারাগাছ
বিরাট বৃক্ষে রূপান্তর করা।
দেখো আমার সেই ধৈর্য্য নেই, নেই সেই সময়
নেই যত্ন করার শিথিল মানসিকতা
যা দিয়ে তোমাকে আমি মুগ্ধ করতে পারবো।
আমি তো আমাকে নিয়ে প্রচুর ব্যস্ত থাকি।
আমি আমাকে ভালোবাসার জন্য
এখনো পুরোপুরিভাবে প্রস্তুত নই।
ক্ষেত্র বিশেষ অনেক ক্ষেত্রে আমি দারুণ অক্ষম।
ক্ষুধার চোঁটে পেট যখন চোঁ চোঁ করে।
ইচ্ছা যখন সামাজিক দৃষ্টির আঘাতে বিপর্যস্ত হয়
ছোট্ট স্বপ্ন যখন অল্পতেও পূরণ হয়না
আমি যখন আমাকে নিয়ে অতি মাত্রায় চিন্তিত
তখন তোমাকে কি করে ভালোবাসবো বলো?
তাই তোমাকে ভালোবাসতে পারিনি।
প্রয়োজন আমাকে তাড়া করে বেড়ায়
বাঁচার জন্য যুদ্ধ করতে করতে
আমি প্রায় আধমরা!
অনেকটা ক্লান্ত সৈনিকের মতো
নিজেকে বেশি ভালোবাসতে হয় বলে
নিজেকে বাঁচিয়ে রাখতে হয় বলে
নিজের প্রয়োজন মেটাতে হয় বলে
তোমাকে…..তোমাকে ভালোবাসতে পারিনি
দুঃখিত তোমাকে ভালোবাসতে পারিনি।