পাঠকের কথা
মানব কঙ্কাল—- কামরুজ্জামান লিটু
#ঝিনাইদহের চোখঃ
https://www.youtube.com/watch?v=SO5lvF1i9CA
একাত্তরের যুদ্ধ শেষে-স্বাধীন বাংলার মধ্যখানে
খালে-বিলে, নদী-নালার ধারে ;
বাংলার নারী-পুরুষ আর শিশুর মৃত দেহে –
রক্ত-মাংশের পঁচা গন্ধের অন্তরালে দেখেছি !
কত কঙ্কাল রয়েছে পড়ে ।
দুমড়ানো-মুষড়ানো ধূসর কঙ্কালে;
জমিন, জলাকার একাকার হয়ে –
মিশে আছে গভীর বেদনাময় স্তুপে !
হৃদয়ের কান্না অস্রু হয়ে দৃষ্টি কোনে
অবিরাম বর্ষণে ঝরে, ছবি ভেসে উঠে –
কত যন্ত্রনায় জীবন প্রদ্বীপ গিয়েছে নিভে –
সোনার বাংলায়, নরপিশাচের নিষ্ঠুর নির্যাতনে ।
নিষ্প্রাণ, নিথর দেহ খানি টেনে হিঁচড়ে
শিয়াল, শকুনের দল – ছিঁড়েছে ক্ষুধা নিবারণে ;
পড়ে আছে পোকামাকড়ের উচ্ছিষ্টে,
সংগ্রামী মানব দেহের কঙ্কাল অনতিকালে !