ঝিনাইদহে ঔষধ সংক্রান্ত গণসচেতনতামূলক আলোচনা সভা (ভিডিও)
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের সাথে নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সংক্রান্ত গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ ঔষধ প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ অডিটরিয়াম মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
https://www.youtube.com/watch?v=5FFZ6a8fAFM
সেসময় কালীগঞ্জ উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এর আহবায়ক সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ঔষধ তত্বাবধায়ক মোঃ নাজমুল হাসান, উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ স্বম্পা মোদক প্রমুখ।
সেসময় ৮১ জন ঔষধ ব্যবসায়ীদের মাঝে এ আলোচনা করা হয় এবং নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সংক্রান্ত গণসচেতনতামূলক আলোচনাসহ নকল ঔষধ ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ হতে বিরত রাখার জন্য ঔষধ ব্যবসায়ীদের জানানো হয়।