“শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি…”
#ঝিনাইদহের চোখঃ
জাতির জনক শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদনের এই গান দিয়ে শুরু হয় মঙ্গলসভার ষষ্ঠ আসর।
https://www.youtube.com/watch?v=SO5lvF1i9CA
জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর যোদ্ধা ঝিনাইদহ ১ আসনের সাংসদ জনাব আব্দুল হাই এমপি।
আলোচনা করেন ঝিনাইদহের নির্বাচিত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষার্থী এবং ১৩ জন শিক্ষক।
এছাড়া বিশেষভাবে আলোচনা করেন ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব আরফিন, অধ্যাপক ড রবিউল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান মো জাহাঙ্গীর হোসাইন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট গবেষক উত্তম চক্রবর্তী, ড. নওশের আলম, অনিরুদ্ধ রায়হান, পবিত্র বিশ্বাস, কবি গুলজার হোসেন গরীব, সুমন শিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে “যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই…” গান গেয়ে অনুষ্ঠান শেষ হয়।
আগামী ১৯ অক্টোবর ২০১৯ পরবর্তী মঙ্গলসভা অনুষ্ঠিত হবে, যার বিষয় “বাঙালির ভাব দর্শন”।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ কুমার বিশ্বাস।