কালীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
প্রাথমিক সহকারী শিক্ষকের বেতন স্কেল ১১ তম গ্রেড, প্রধান শিক্ষকের ১০ তম গ্রেডের দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কমসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ।
https://www.youtube.com/watch?v=LYCdLdlyElM
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার অয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে পরিষদের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
https://www.youtube.com/watch?v=GsNKa9oT3vI
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র অধিকারী সভাপতিত্বে¡ এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোরশেদ, যুগ্ন-সাধারন সম্পাদক বিরাট কাঞ্জিলাল প্রমূখ।
বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকের বেতন স্কেল ১১ তম গ্রেড, প্রধান শিক্ষকের ১০ তম গ্রেডে করতে হবে। বক্তারা অবিলম্বে তাদের এই দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান। পরে এসব দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন প্রাথমিক শিক্ষকবৃন্দ।